১৩ মে, ২০২১ ১৭:৩৯

মোংলার চটেরহাট গ্রামে ঈদ উদযাপিত

বাগেরহাট প্রতিনিধি

মোংলার চটেরহাট গ্রামে ঈদ উদযাপিত

বাগেরহাটের মোংলা উপজেলার চটেরহাট গ্রামে এবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজার জামে মসজিদে ঈদের এই ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।

এলাকা ছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দু’শ নারী-পুরুষ একই মসজিদে পর্দা টানিয়ে ঈদের নামাজ আদায় করেন। নারী-পরুষ ঈদের নামাজের ইমামতি করে খতিব মাওলানা আজহারুল ইসলাম। তবে, এই ঈদ জামায়াতে মানা হয়নি করোনা স্বাস্থ্যবিধি।

ঈদের নামাজ শেষে ইমাম মাওলানা আজহারুল ইসলাম বলেন, সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র তিন থেকে সাড়ে ৩ ঘণ্টা। আর এ সময়টুকুর কারণে পুরো একদিনের পাথর্ক্য হতে পারে না। তাই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রেখেছি এবং একই মসজিদে পর্দা টানিয়ে নারী-পুরুষ মিলে ঈদের নামাজ পড়েছি। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর