১৬ মে, ২০২১ ১২:৪৩

ঘর নির্মাণে ৬ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

ঘর নির্মাণে ৬ পরিবারকে আর্থিক সহায়তা দিলেন কাদের মির্জা

বসুরহাট পৌরসভার আলোচিত-সমালোচিত মেয়র আবদুল কাদের মির্জা নোয়াখালীর কোম্পানীগঞ্জের গৃহহীন ৬টি পরিবারকে ঘর নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছেন।

রবিবার বেলা পৌনে ১১টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে ৬টি গৃহহীন পরিবারের মাঝে অনুদানের ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হামিদ আলী হাজী মসজিদের জন্যও ৫০ হাজার টাকা সহায়তা দেন তিনি।

যারা আর্থিক সহায়তা পেয়েছেন তাদের মধ্যে বসুরহাট পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের মিয়াজী বাড়ির প্রতিবন্ধী কামাল উদ্দিনকে ১ লাখ টাকা, পৌরসভা ৮নম্বর ওয়ার্ডের বিবি রাবেয়াকে ১ লাখ টাকা, তাসকিন আরাকে ৫০ হাজার টাকা, চরহাজারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতি লাল ১ লাখ টাকা, নুরনবী বাহারকে ৫০ হাজার টাকা এবং টিকেন্দ্র চন্দ দাসকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে। 
এ সময় আরও উপস্থিত ছিলেন কাদের মির্জা ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনিছুল হক, চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাদল, বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ প্রমুখ।

উল্লেখ্য, অনুদানের ঘোষণা দিয়ে কাদের মির্জা তার ফেইসবুক স্ট্যাটাসে লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, বাংলাদেশে একটি পরিবারও গৃহহীন থাকবে না। এই লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষে আমি ঘর নির্মাণের জন্য ছয়টি পরিবারকে অনুদানের ঘোষণা দিয়েছি।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর