১৭ মে, ২০২১ ১৪:১৪

নীলফামারীতে শতভাগ মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে শতভাগ মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করণে উদ্বুদ্ধকরণ কর্মসূচী পালন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ ক্যাম্পেইন পরিচালনা করেন। এতে জন প্রতিনিধিগণ ও অংশগ্রহণ করেন। 

সকালে শহরের চৌরঙ্গি মোড়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির। 

এ সময় নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেবুল হোসেন, নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট জাহাঙ্গীর আলম ও সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বক্তব্য দেন। 

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির জানান, মহামারী করোনা প্রতিরোধে জন সচেতনার বিকল্প নেই। মানুষ যাতে শতভাগ মাস্ক ব্যবহার করে এজন্য আমরা উদ্বুদ্ধকরণ কর্মসুচী পরিচালনা করছি। চৌরঙ্গি মোড়, বাসটার্মিনাল, গাছবাড়িসহ বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেইন চালানো হয়। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর