১৭ মে, ২০২১ ১৪:৫৮

চুয়াডাঙ্গায় জাল টাকার সংঘবদ্ধ চক্রের দুই সদস্য আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জাল টাকার সংঘবদ্ধ চক্রের দুই সদস্য আটক

চুয়াডাঙ্গার জীবননগর বাজার এলাকা থেকে এক লক্ষ ৪৫ হাজার জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাত ৯টার দিকে বাজারের একটি দোকানে এ অভিযান চালানো হয়।

অভিযানে জাল টাকার সংঘবদ্ধ চক্রের সদস্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে সাজ্জাদ আলম (২৬) এবং খুলনার রূপসা থানার চাঁদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া মামুন (৩৫) গ্রেফতার হয়।

সিনিয়র সহকারি পরিচলক (র‌্যাব-৬) বজলুর রশিদ জানান, 'আটক ব্যক্তিদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ১৬০টি ও এক হাজার টাকা মূল্যমানের ৬৫টি জাল টাকার নোট, জাল টাকা তৈরি কাজে ব্যবহৃত একটি কম্পিউটার এবং একটি প্রিন্টার জব্দ করা হয়েছে।'


 
বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর