১৭ মে, ২০২১ ১৮:২৫

গোমতী থেকে ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি:

গোমতী থেকে ২৪ ঘণ্টা পর শিক্ষার্থীর লাশ উদ্ধার

ফুফাতো ভাইয়ের বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় নবম শ্রেণির এক শিক্ষার্থী।সোমবার দুপুরে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ডুবুরিরা। নিহত শিক্ষার্থী ফারহান আহমেদ সিয়াম (১৫)। সে কুমিল্লার বুড়িচং মডেল একাডেমির শিক্ষার্থী ও বুড়িচং উপজেলা সদরের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা জহির উদ্দিন বাবরের ছেলে। সোমবার বুড়িচং ফায়ার স্টেশনের সহযোগিতায় চাঁদপুর থেকে আসা ডুবুরিদল সিয়ামের লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন ফায়ারম্যান সোহেল রানা।

সিয়ামের মামাতো ভাই আরিফুল ইসলাম বাঁধন জানান, সিয়াম তার ফুফাতো ভাই তানভিরের বন্ধু নাঈমদের বাড়ি একই উপজেলার রামনগর গ্রামে বেড়াতে যায়। রোববার নাঈম ও তানভীরসহ অন্যরা পাশের গোমতী নদীতে গোসল করতে যায়। সেখানে সিয়াম পানিতে তলিয়ে যায়। 

সিয়ামের মা ফাহিমা আক্তার রুমা জানান, তার দুই ছেলের মধ্যে সিয়াম ছোট। বড় ছেলেটা বুদ্ধি প্রতিবন্ধী। সিয়ামের বাবা জহির উদ্দিন বাবর প্রবাসী।

কুমিল্লা বুড়িচং থানার উপ-পরিদর্শক মামুন জানান, সোমবার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর