১৭ মে, ২০২১ ১৯:৩৩

লালপুরে দাম নেই সবজির

নাটোর প্রতিনিধি

লালপুরে দাম নেই সবজির

ঈদের পর নাটোরের লালপুর বাজারে ব্যাপক সবজির আমদানি হচ্ছে। তবে চাহিদার তুলনায় বাজারে আমদানি বেশি হওয়ায় সবজির দাম হঠাৎ পড়ে গেছে। তাই উপযুক্ত দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন চাষিরা। ডেবরপাড়ার সবজি চাষি সুজন আলী জানান প্রতি কেজি ঢেঁড়স জমি থেকে সংগ্রহ করতে খরচ হচ্ছে ৪ টাকা, কিন্তু বাজারে দাম পাচ্ছি ৩ টাকা।

লালপুর বাজারের আড়তদার আসাদুজ্জামান জানান, ঈদের কয়েকদিন ক্ষেত থেকে সবজি সংগ্রহ না করায় একসাথে বেশি আমদানি হয়েছে। তাই বাজারে সবজির দাম পড়ে গেছে। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর