১৮ মে, ২০২১ ০৮:৩৫

করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত শিশুরা, সিঙ্গাপুরে স্কুল বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত শিশুরা, সিঙ্গাপুরে স্কুল বন্ধের নির্দেশ

ফাইল ছবি

করোনা মহামারীর আতঙ্কে কাঁটা গোটা বিশ্ব। রূপ পরিবর্তন করে এবার আরও ঘাতক রূপ নিয়েছে ভাইরাসটি। এমন পরিস্থিতিতে সিঙ্গাপুরের একাধিক শিশুর শরীরে ভারতীয় স্ট্রেনের সন্ধান মিলেছে। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে বুধবার (১৯ মে) থেকে সব স্কুল বন্ধের নির্দেশ দিল দেশটির প্রশাসন।

গত রবিবার (১৬ মে) ভারচুয়াল সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর প্রশাসন জানায়, আগামী বুধবার থেকে মে মাসের ২৮ তারিখ পর্যন্ত সকল স্কুল বন্ধ থাকবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুল এবং জুনিয়র কলেজগুলিকে আপাতত বাড়ি থেকেই পড়াশুনা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুং বলেন, “ভারতীয় স্ট্রেন দেশের একাধিক অংশে ছড়িয়ে পড়েছে। মূলত সংক্রমিত হচ্ছে শিশুরা।” দেশটির শিক্ষামন্ত্রী চাং চুন সিং বলেন, “পরিস্থিতি খুবই উদ্বেগজনক হয়ে উঠেছে। এই নতুন স্ট্রেনে অনেক শিশু আক্রান্ত হয়েছে।” 

জানা গেছে, সিঙ্গাপুরে ১৬ বছরের কম বয়সিদের জন্য টিকাদানের পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিগত কয়েক মাসে করোনা পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছিল সিঙ্গাপুর। কিন্তু এবার নতুন স্ট্রেনের দেখা মেলায় রীতিমতো চিন্তায় পড়েছে প্রশাসন।


বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর