১৮ মে, ২০২১ ১১:৩৬

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের চাপ কমেছে

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের চাপ কমেছে

পাটুরিয়া ঘাটে আজ কর্মমূখী মানুষের চাপ কিছুটা কমেছে। এই নৌরুটের সবগুলো ফেরি সচল থাকায় ভোগান্তি ছাড়াই ফেরিতে নদী পার হচ্ছেন এসব কর্মমূখী মানুষ। কিন্তু নদী পার হয়ে ঘাটে এসে এখনও বিপাকে পরছেন তারা। পণ্যবাহী পরিবহন, মোটরসাইকেল, ভাড়ায় চালিত বিভিন্ন বাহনে অতিরিক্ত ভাড়া দিয়ে  যাত্রীদের কর্মক্ষেত্রে যেতে হচ্ছে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে এসব যাত্রী যাতায়াত করছে। সামাজিক দূরত্ব বলতে কিছুই নেই। গাদা গাদি করে লোকজন যে যেভাবে পারছেন সেভাবেই গন্তব্যে যাচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলের ডিজিএম মোঃ জিল্লুর রহমান জানান, ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় আজ কিছুটা কম। এসব মানুষ ও যানবাহন পারাপারের জন্য এই নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর