২৩ মে, ২০২১ ১৫:০৫

পার্বতীপুরে তিন মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে তিন মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

মুজিব শতবর্ষের উপহার হিসেবে ১০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুরের পার্বতীপুরে রামকৃষ্ণ বিকেকানন্দ সেবা মন্দিরে কেন্দ্রীয় শ্রীশ্রী কালিমাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। 

মুজিব শতবর্ষের উপহার হিসেবে রবিবার দুপুরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে ১০লাখ টাকা ব্যয়ে পার্বতীপুর উপজেলার রামকৃষ্ণ বিকেকানন্দ সেবা মন্দিরে কেন্দ্রীয় শ্রীশ্রী কালিমাতা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এর আগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ১০লাখ টাকা ব্যয়ে নারায়নপুরর শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধন, মোমিনপুর ইউনিয়নে ১০ লাখ ব্যয়ে নির্মিত কাউহাটোলা আদিবাসী সর্বজনীন কেন্দ্রীয় শ্রীশ্রী দূর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তারা। 

মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, আগের কোন সরকার মসজিদ-মন্দিরে একটাও ইট দেয়নি, কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের সকল মসজিদ-মন্দির, বহুতল করাসহ এসি ও টাইলস লাগানো হচ্ছে। তারপরেও অনেকে বলছে দেশে উন্নয়ন কোথায়? আপনারা কি উন্নয়ন দেখেন না, নাকি উন্নয়ন দেখেও না দেখার অভিনয় করেন? বর্তমানে প্রত্যান্ত গ্রামগুলোর সড়ক এখন পাকা। কারণ শেখ হাসিনা যোগ্য সরকার। মুক্তিযোদ্ধারা যুদ্ধে যাওয়ার পূর্বে ভাবেনি তারা এতো ভাতা পাবেন, অন্য সরকার এলো গেলো কেউ তাদের নিয়ে ভাবেনি, ভেবেছেন শুধুমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য ও বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আজকে মন্দির নয়, হিন্দু জনসাধারনের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলি সম্পর্কে কার্যকরী ভূমিকা পালন করবার জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ভূমিকা পালন করে চলেছে। ধর্মকে ধারণ করে মানব প্রেমের উদ্বুদ্ধ হলেই এই প্রক্রিয়া সত্যিকার অর্থে পূর্ণাঙ্গতা লাভ করবে।

মন্দির কমিটির সভাপতি প্রদীপ দত্ত’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার নাশিদ কায়সার রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, পার্বতীপুর মডেল থানার ওসি মো. ইমাম জাফর প্রমুখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর