৯ জুন, ২০২১ ১৯:৩৩

সোনাতলায় শিশু খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

সোনাতলায় শিশু খাদ্য বিতরণ

বগুড়ার সোনাতলায় বন্যা, নদী ভাঙ্গন, অগ্নিকাণ্ড, ঘুর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক মোকাবেলার লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের বাস্তবায়নে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ দুপুর ১২ টায় বুধবার উপজেলা পরিষদ বঙ্গবন্ধু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিতরণপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও খাদ্য বিতরণ করেন, বগুড়া-১ আসনের  সংসদ সদস্য সাহাদারা মান্নান। 

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নানতুল ফেরদৌসি রুম্পা, মধুপুর ইউপি চেয়ারম্যান অসীম কুমার জৈন নতুন, দিগদাইড় ইউপি চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, বালুয়া ইউপি চেয়ারম্যান রুহুল আমিন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহŸায়ক শাওনেওয়াজ তালুকদার বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন, সাধারণ সম্পাদক সুজন কুমার ঘোষ। অনুষ্ঠানে ৩৫০ জন সুবিধাভোগীর মাঝে শিশুখাদ্য, ১২০ জনের মাঝে গো-খাদ্য, ১৫ জন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের মাঝে নগদ অর্থসহ খাদ্য বিতরণ করেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর