শিরোনাম
১২ জুন, ২০২১ ১৪:৪৭

চলনবিলে বন্যার আগেই খালের মুখ আটকিয়ে মা মাছ নিধন

নাটোর প্রতিনিধি

চলনবিলে বন্যার আগেই খালের মুখ আটকিয়ে মা মাছ নিধন

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলের নিচু এলাকায় খাল ও ছোট নদীতে এখন এসেছে নতুন পানি। সেই পানিতে বিচরণ করছে বোয়াল, শোল, টেংরা, পুঁটিসহ নানা রকম দেশী প্রজাতির মা মাছ। আষাঢ় মাসে ডিম ছাড়ে এই মা মাছ। যা পরে বিলে বন্যার পানিতে বংশ বিস্তার করে। 

বন্যার আগেই স্বল্প পানির এসব ছোট নদী ও খালের মুখে বাঁশের তৈরী বানার বেড়া দিয়ে মাছ চলাচলের পথ আটকিয়ে নানা রকম ফাঁদ পেতে এসব মা মাছ নিধন করছেন এক শ্রেণির মানুষ। 

সরেজমিনে গিয়ে সিংড়া-বারহাস রাস্তা সংলগ্ন তিশি খালী খালের ব্রিজে দেখা যায় এক মৎস্যজীবী মাছ চলাচলের সম্পূর্ণ পথ আটকিয়ে মা মাছ নিধন করছেন।

উপজেলার ডাহিয়া গ্রামের ব্রিজের নিচে বড় ছিলা খালে একই কায়দায় মাছ নিধন করছেন আরও দুই মৎস্যজীবী। মৎস্যজীবীরা জানায় এতদিন তারা বসেই ছিলেন। বিলের নিচু খালে নতুন পানি আসায় মাছ ধরা পড়ছে প্রচুর। তাই তারা মাছ শিকার করছেন।

উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন বলেন, চলনবিলসহ মিঠা পানির মা মাছ রক্ষায় ইতোমধ্যে আমরা ৫টি অভিযান পরিচালনা করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর