১৩ জুন, ২০২১ ১৭:৩১

ঝালকাঠিতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে ওয়ার্কশপ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে ওয়ার্কশপ

ঝালকাঠি জেলায় কর্মরত চিকিৎসক ও নার্সদের নিয়ে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ শক্তিশালীকরণের লক্ষ্যে কো-ডিজাইন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্কশপে ১৮জন চিকিৎসক ও ৮জন নার্সসহ ২৬ জন অংশগ্রহণ করেছে। রবিবার সকাল ১১টা থেকে দিনব্যাপি এই ওয়ার্কশপে কোভিড ১৯ এর উপসর্গ থেকে নিজেদেরকে প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শমূলক প্রস্তাবনা দেয়া হয়েছে। 

ঝলকাঠির ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবুল হাসানের সভাপতিত্বে এই ওয়ার্কশপে আইসিডিডিআরবি'র ডা. জসিম উদ্দিন ও ডা. জুয়েল রহমান, ডা. ইমাম হোসনে জুয়েল, ডা. মোঃ মুনিবুর রহমান, ডা. আবুল খায়ের মাহমুদ, ডা. হাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।

ঝালকাঠিতে করোনা ভাইরাসে রবিবার পর্যন্ত আরও ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ঝালকাঠির স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ৫৭৬০ জনের নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ১৩৮২জন পজিটিভ ও ৪২০০জন নেগেটিভ রিপোর্ট এসেছে। ১২৯৫ জন সুস্থ হয়েছে এবং ৩১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৫৩ জন হোম ও তিনজন হাসপাতাল আইসোলেশনে রয়েছে। ঝালকাঠি সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর