১৪ জুন, ২০২১ ১৮:১১

কোম্পানীগঞ্জে অবরোধ চলাকালে সড়কে ক্রিকেট খেলেছে বাদল সমর্থকরা

নোয়াখালী প্রতিনিধি

কোম্পানীগঞ্জে অবরোধ চলাকালে সড়কে ক্রিকেট খেলেছে বাদল সমর্থকরা

কাদের মির্জা বিরোধী অবরোধ চলাকালে সোমবার দুপুরে কোম্পানীগঞ্জে বিভিন্ন সড়কে ক্রিকেট খেলছে বাদল সমর্থকরা। জানা যায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর বসুরহাট বাজারে কাদের মির্জার অনুসারিরা হামলা চালায় ও তার গাড়ি ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করে।

সোমবার দুপুরে কাদের মির্জা বিরোধী অবরোধ চলাকালে ৩য় দিনে সড়কে ক্রিকেট খেলেছে বাদল সমর্থকরা। এ সময় তারা কাদের মির্জাসহ হামলা কারিদের গ্রেফতারের দাবি জানান।

বাদলের ওপর হামলার ঘটনায় আহত হাসিব আহসান আলাল রবিবার বাদি হয়ে কাদের মির্জাসহ ১৬৯ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় এজাহার দেওয়ার দুই দিন পরেও মামলা রেকর্ড হয়নি বলে অভিযোগ করেন বাদল সমর্থক সড়ক ও সেতু মন্ত্রীর ভাগ্নে রাহাত খান। তবে পুলিশ বলছে মামলাটি সংশোধনের জন্য দেওয়া হয়েছে। 

এদিকে, রবিবার সন্ধ্যায় ছাপরাশির হাট বাজারে বাদলের সমর্থক ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা মির্জার কুশপুত্তলিকা দাহ করেছে। কোম্পানীগঞ্জ থানার নবাগত ওসি সাইফউদ্দিন জানান, মামলাটি সংশোধনের জন্য দেওয়া হয়েছে এবং মামলা টি সদর সার্কেল দেখছেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর