১৬ জুন, ২০২১ ১৩:১৮

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ রোহিঙ্গা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে র‍্যাবের অভিযানে অস্ত্র ও কার্তুজসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের নুরুলীপাড়া থেকে একটি দেশীয় ওয়ানশুটারগান ও কার্তুজসহ নুর হাসান  (১৯) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছেন র‍্যাব-১৫ এর সদস্যরা।

ওই এলাকা থেকে গত মঙ্গলবার সকালে অস্ত্র ও কার্তুজসহ তাকে আটক করা হয়। সে হ্নীলা ইউনিয়নের নুরুলীপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক আই (৯) এর বাসিন্দা মোস্তফা কামালের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, 'টেকনাফ হ্নীলা ইউনিয়নের নুরুলীপাড়া বাজারের রবি আলমের দোকানে সামনে সোমবার (১৪ জুন) বিকালে একজন অস্ত্র ব্যবসায়ী কাঁচা রাস্তা সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক রোহিঙ্গা যুবককে আটক হন। পরে প্রত্যক্ষদর্শীদের সামনে দেহ তল্লাশি করে একটি দেশীয় ওয়ানশুটারগান ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।'

জিজ্ঞাসাবাদে নুর স্বীকার করে সে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। উদ্ধারকৃত অস্ত্র ও কার্তুজসহ তাকে টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর