১৬ জুন, ২০২১ ১৩:৫৯

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ১১ কেজির বোয়াল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ১১ কেজির বোয়াল

পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজির বোয়াল

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ১১ কেজি ওজনের বড় আকৃতির একটি বোয়াল মাছ ধরা পড়েছে। আজ বুধবার দুপুরে গোয়ালন্দ উপজেলার ফেরিঘাট এলাকায় পাবনার কাজিরহাট এলাকার জেলে অনিল হালদারের জালে মাছটি ধরা পড়ে। 

তিনি মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনলে স্থানীয় আড়তদারের মাধ্যমে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৮০০ টাকায় মাছটি বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনি আরিফা মৎস্য আড়তের ব্যবসায়ী মো. চান্দু মোল্যা বলেন, বর্তমানে পদ্মা নদী প্রচণ্ড ধার (স্রোত) শুরু হয়েছে। যে কারণে পদ্মা নদীতে বিরল এবং বড় আকৃতির মাছ ধরা পড়তে শুরু হয়েছে। গত কয়েকদিন ধরে বড় আকৃতির পাঙ্গাশ, বোয়াল, কাতল মাছ ধরা পড়ছে। কয়েকদিন পরে মাছের দাম হ্রাস পাবে বলে জানান স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্যা।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, পদ্মায় বড় মাছ পাওয়া মাত্র শুরু হয়েছে। এ বছর পদ্মা নদীতে বিপুল পরিমাণ বড় মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পদ্মা নদীতে বেশ কয়েকটি মাছের অভয়ারণ্য তৈরি করা হবে বলে জানান জেলার এই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর