১৬ জুন, ২০২১ ১৬:৪০

বগুড়ায় ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত পেলেন প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ইমাম-মুয়াজ্জিন-পুরোহিত পেলেন প্রধানমন্ত্রীর উপহার

বগুড়ায় করোনাকালে ক্ষতিগ্রস্ত ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার প্রদান করেছে জেলা প্রশাসন। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ১২০ জনকে ১ হাজার টাকা করে প্রদান করা হয়। 

বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, এনডিসি জিএম রাশেদুল ইসলাম, জেলা ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মুফতি মাওলানা আব্দুল কাদের, যুগ্ম সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেন, প্রধানমন্ত্রী জনগণের পাশে রয়েছেন। করোনাকালে ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সহায়তার জন্য অর্থ বরাদ্দ করেছেন। করোনা মোকাবেলায় সবাই মাস্ক পড়ে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর