১৬ জুন, ২০২১ ১৭:৩৬

দিনাজপুর সদরে লকডাউনের মধ্যেই চলছে যানবাহন

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর সদরে লকডাউনের মধ্যেই চলছে যানবাহন

দিনাজপুর সদরে লকডাউনের মধ্যেই চলছে যানবাহন।

করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে দিনাজপুর সদর উপজেলায় কঠোর লকডাউন ঘোষণার দ্বিতীয় দিনেও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে। তবে লকডাউনের কারণে অন্যান্য দিনের চেয়ে যানবাহন কম ছিল।

বুধবার শহরে দেখা যায়, লকডাউনে মোটরসাইকেল, ইজিবাইক, কার, মাইক্রোবাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে। তবে শহরে সব ধরনের দোকানপাট প্রায় বন্ধ ছিল। যদিও কিছু কিছু দোকানপাট দোকানের পাল্লা বন্ধ রেখে বাইরে দাঁড়িয়ে থেকে ক্রেতাদের মালামাল দিয়েছে। শহরের বাইরে গোপালগঞ্জ বাজার, বটতলী, সুইহারী, চৌরঙ্গী মোড়, গুঞ্জাবাড়ী, রাজবাড়ী, গাবুড়া বাজার এলাকায় মানুষরা অবাধে চলাচল করেছে এবং তাদের অনেকের মুখে মাস্ক দেখা যায়নি।

শহরের মাঝে দুপুরে সদর হাসপাতাল মোড় এলাকায় চলাচল করতে দেখা যায় পণ্যবাহী ট্রাক, ট্রাক্টর, মোটরসাইকেল ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। দুপুরে সদর হাসপাতাল মোড়ে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করার সময় আব্দুর রহিম জানায়, সবাই চালাচ্ছে, তাই আমিও বের করেছি অটোরিকশা। কেউ বাধা দেয়নি। এটা না চালাতে পারলে আমার পরিবারের দৈনন্দিন খরচ কে দেবে? 

এদিকে, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ জানান, নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সাথে সাথে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআরটি ল্যাবের নমুনা পরীক্ষায় ১৯৫টি রিপোর্টের মধ্যে ৭৬টি রিপোর্ট করোনা পজিটিভ হয়েছে। শনাক্তের হার ৩৮.৯৭ শতাংশ। এর মধ্যে দিনাজপুর সদরেই ৬০ জন আক্রান্ত। এনিয়ে বর্তমানে দিনাজপুর জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৬০৪ জন। 

আর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন রোগী সুস্থ হয়েছে। বর্তমানে হোম আইসোলেশনে ৫৬৭ জন এবং হাসপাতালে উপসর্গযুক্ত সন্দেহভাজন রোগী ৪৭ জনসহ করোনায় ভর্তি আছেন ৮৪ জন। এখন পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৪ জনের।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর