১৬ জুন, ২০২১ ১৮:৩১

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

পঞ্চগড় প্রতিনিধি

তেঁতুলিয়ায় সাংবাদিকদের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

সাংবাদিকদের সাথে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের কমিটির মতবিনিময়।

পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের নতুন কমিটি। বুধবার তেঁতুলিয়ার বেরং কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। এসময় দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধাকে নতুন রূপে সাজানোর অঙ্গীকার করেন ব্যবসায়ীরা।

নতুন কমিটির নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং ভারত, নেপাল, ভূটান এবং চীনের সাথে সাংস্কৃতিক সম্পর্ক স্থাপনের জন্য নতুনভাবে উদ্যোগ গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করছেন তারা। সরকার বাংলাদেশের স্থল বন্দরগুলোকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ীরা সরকারের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে।

অনুষ্ঠানে নতুন কমিটির পরিচিতি তুলে ধরা হয়। এসময় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন, সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান ও কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন প্রমুখ। এসময় গণমাধ্যমকর্মীরা তাদের বক্তব্য তুলে ধরেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর