১৮ জুন, ২০২১ ১৬:৫২

মহামারিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইব্রেরী ব্যবসায়ীরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মহামারিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাইব্রেরী ব্যবসায়ীরা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লাইব্রেরী ব্যবসায়ীরা করোনাকালীন সময়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

লাইব্রেরীর মালিক সমিতি সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার প্রায় শতাধিক লাইব্রেরী রয়েছে। প্রতিটি লাইব্রেরীর স্কুল, কলেজ, অনার্স, মাস্টার্স, ডিগ্রী, মাদ্রাসা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভোকেশনাল, ডিপ্লোমা, নার্সিং, বিসিএসসহ সকল প্রকার নিয়োগ গাইড বিক্রি হয়।

মহামারিতে লাইব্রেরি ব্যবসায়ীরা বই বিক্রি না হওয়ায় দোকান ও বাসা ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন। প্রায় দেড় বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লাইব্রেরী বই বিক্রি হচ্ছে না। ফলে তারা দিনদিন ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। অনেক ব্যবসায়ীরা লাইব্রেরী ব্যবসায় বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন। 

রজনী বুক সেন্টার মালিক হারুনুর রশিদ জানান, 'মাস্টার্স পাস করে লাইব্রেরীর দোকান দিয়েছি। প্রায় দেড় বছর যাবত করোনাকালীন সময়ে বই বিক্রি না করতে পেরে ব্যবসায় চালাতে হিমশিম খাচ্ছি। বাসা ভাড়া ও দোকান ভাড়া দিতে পারছি না। এভাবে চললে লাইব্রেরী ব্যবসা বন্ধ হয়ে যাবে।'
 
কালিয়াকৈর পুস্তক ব্যবসায়ী ও মালিক সমিতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন জানান, 'প্রায় দেড় বছরে আমাদের পুস্তক ব্যবসায়ীরা বই বিক্রি না করতে পেরে ক্ষতিগ্রস্ত হয়ে কিছু লাইব্রেরী বন্ধ করে বিভিন্ন কাজ করছেন। করোনাকালীন সময় সরকার আমরা কোন প্রণোদনা পাই নি। প্রশাসনের কাছ থেকে কিছু সহযোগিতা পেলে লাইব্রেরীর ব্যবসায় টিকিয়ে রাখা সম্ভব হবে।'

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর