১৯ জুন, ২০২১ ১৫:৪২

মাগুরায় দ্বিতীয় মেয়াদে টিকাদান কার্যক্রম শুরু

মাগুরা প্রতিনিধি

মাগুরায় দ্বিতীয় মেয়াদে টিকাদান কার্যক্রম শুরু

মাগুরায় দ্বিতীয় মেয়াদের করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মাগুরা ২৫০ শয্যা মেডিকেল হাসপাতালে আজ শনিবার সকালে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান। যারা অনলাইনে নিবন্ধন করেছেন তারাই এ টিকা গ্রহণের আওতায় আসবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ। 

মাগুরা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, গত ১৬ জুন দ্বিতীয় মেয়াদের জন্য চীনের সিনোফার্মার ৪ হাজার ৭শ’ ডোজ টিকা মাগুরা স্বাস্থ্যবিভাগের হাতে এসে পৌঁছেছে। মাগুরা মেডিকেল হাসপাতালের দ্বিতীয় তলায় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২শ’ নিবন্ধনকারীকে এ টিকা দেওয়া হবে।

তিনি আরও জানান, 'গত ২৯ জানুয়ারি ২৪ হাজার ডোজ টিকা মাগুরা জেলা স্বাস্থ্যবিভাগে পৌঁছে। গত ৭ ফেব্রুয়ারি প্রথম মেয়াদের টিকা প্রয়োগ করা হয়। জেলায় এ পর্যন্ত প্রথম মেয়াদে ২৮ হাজারের বেশি মানুষকে এ টিকা দেওয়া হয়েছে।' 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর