১৯ জুন, ২০২১ ১৭:০৮

সেতাবগঞ্জ পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর শোডাউন

দিনাজপুর প্রতিনিধি


সেতাবগঞ্জ পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর শোডাউন

দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে ২১ জুন। প্রচার-প্রচারনায় এগিয়ে সরকার দলীয় প্রার্থী। তবে অনেক প্রার্থী করোনার কারণে বিভিন্ন কৌশলে ভোটের প্রচারনা চালিয়েছেন।

নির্বাচনী প্রচারনার শেষ দিনে শনিবার সকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আসলাম উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে সেতাবগঞ্জ পৌর এলাকায় একটি বিশাল নির্বাচনী শোডাউনে আয়োজন করেন। 

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় হতে সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শোডাউনটি দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। 

এ সময় আওয়ামী লীগের দলীয় প্রার্থী মো. আসলাম, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কায়ছার, যুবলীগের সভাপতি আকতারুজ্জামান সজিব, সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী তুহিন, ছাত্রলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন বিপুল, সাধাণ সম্পাদক মো. এমদাদুল ইসলাম ঈশানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। 

এদিকে, ৫ মেয়র প্রার্থীসহ ৫১ কাউন্সিলর প্রার্থীরা স্বাস্থ্য বিধি মেনে প্রচার চালিয়েছেন। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আসলাম, সতন্ত্র প্রার্থী শ্রমিক নেতা মো. হাবিবুর রহমান দুলাল (নারিকেল গাছ). স্বতন্ত্র প্রার্থী মো. নাহিদ বাশার চৌধুরী (জগ), স্বতন্ত্র প্রার্থী নাজমুন নাহার মুক্তি (মোাবইল) ও ওয়ার্কার্স পার্টির কমরেড রশিদুল ইসলাম (হাতুড়ি) মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর