১৯ জুন, ২০২১ ২১:৫৯

মুন্সিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন

শনিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এ ম্যুরাল উদ্বোধন করেন

মুন্সিগঞ্জের সদর উপজেলার কোটগাঁও এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এ ম্যুরাল উদ্বোধন করেন। একইসঙ্গে ১০০ জন বীর মুক্তিযোদ্ধার রণাঙ্গনের শত স্মৃতি ও স্মরণিকা মোড়ল উদ্বোধন করেন। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলার প্রথম এ বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়। 

এ সময় প্রধান অতিথিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্রেস্ট ও মুন্সিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নৌকার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি মো. মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও এর অংগসংগঠনের নেতাকর্মীরা।

জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের উদ্যোগে ও বাস্তবায়নে এ ম্যুরাল স্থাপন করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর