২০ জুন, ২০২১ ১৭:৪০

পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

দিনাজপুর প্রতিনিধি

পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

পাথর খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান।

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থী সন্তানকে মাসিক শিক্ষা উপবৃত্তি প্রদান করেছে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)। এছাড়া দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুবরণকারী এক খনি শ্রমিকের অধ্যয়নরত মেয়েকে উচ্চ শিক্ষা সহায়তায় অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্যবিধি মেনে মধ্যপাড়া পাথর খনির সামনে জিটিসি’র সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে আর্থিক অনুদানের এই অর্থ প্রদান করা হয়।

এসময় উপস্থিত শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এই উপবৃত্তির অর্থ তুলে দেন জিটিসি’র নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহমেদ খান।

পরে নন-এমপিওভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের চলতি জুন মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতেও আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবা কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় ৩০ জন রোগী এই সেবা গ্রহণ করছেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর