২০ জুন, ২০২১ ১৮:২৬

প্রধানমন্ত্রীর উপহার পেলেন কসবার ২০০ ভূমিহীন পরিবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর উপহার পেলেন কসবার ২০০ ভূমিহীন পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেলেন ২শ ভূমিহীন পরিবার।সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন পরিবারের মাঝে ঘর বুঝিয়ে দেন। 

এর আগেও প্রথম ধাপে উপজেলার একশো চারটি পরিবারকে ঘর প্রদান করা হয়। ঘর পেয়ে আনন্দে আত্মহারা দরিদ্র ও ভূমিহীন পরিবারের লোকজন। প্রতি পরিবারকে দুই শতাংশ জমির কাগজপত্রসহ ঘর প্রদান করা হয়। 

জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে ভূমিহীনদের মাঝে ঘর প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাছিবা খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহ্বায়ক এমজি হাক্কানী, রুহুল আমিন ভূইয়া বকুল ও বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়াসহ অন্যরা। 

এসময় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণসহ গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার দরিদ্র অসহায় ১৮শ ৬৭টি ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে। দ্বিতীয় ধাপে ২শ পরিবারের মাঝে ঘর দেয়া হয়। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর