২০ জুন, ২০২১ ২০:০৬

কামাল লোহানীর সমাধিতে সাংস্কৃতিক কর্মীদের শ্রদ্ধা

সিরাজগঞ্জ প্রতিনিধি

কামাল লোহানীর সমাধিতে সাংস্কৃতিক কর্মীদের শ্রদ্ধা

ভাষা সৈনিক কামাল লোহানীর প্রথম মৃত্যুবার্ষিকীতে সিরাজগঞ্জের সোনতলায় তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে সাংস্কৃতিক কর্মীরা। 

রবিবার দুপুরে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সোনতলার সমাধিতে কামাল লোহানীর পরিবার, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট, নবনাট্য সংঘ কেন্দ্রীয় কমিটি, সিরাজগঞ্জ নবনাট্য সংঘ, জয়পুরহাট নব নাট্য সংঘ ও উল্লাপাড়া উপজেলা যুবলীগসহ বিভিন্ন  সমসাময়িক সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ ফুলের শ্রদ্ধা জানান। 

এ সময় কামাল লোহানীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়। 

এসময় উপস্থিত নাট্যনেতৃবৃন্দ বলেন, কামাল লোহানীর কণ্ঠ ছিল প্রতিবাদী কণ্ঠ, দেশের প্রয়োজনে সদা জাগ্রত ছিল তার কণ্ঠ। তাকে হারিয়ে একটি বটবৃক্ষ হারিয়েছে বলে মনে করছেন নাট্যব্যক্তিত্বরা। তার আদর্শ ধারন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন নাট্যব্যক্তিত্বরা।

প্রসঙ্গত, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী ২০২০ সালের ২০ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে তার জন্মস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া সোনতলা কবরস্থানে স্ত্রী দিপ্তী লোহানীর কবরে তাকে দাফন করা হয়।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর