২২ জুন, ২০২১ ১৯:২৯

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

নন্দীগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা

বগুড়ার নন্দীগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় এক হোটেল কারখানায় দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জানা গেছে, বাইরে ফিটফাট, ক্রেতাদের বসার স্থানও পরিচ্ছন্ন। তবে অন্দরমহলের চেহারা ভিন্ন। রান্নাঘরে কটু গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেঝেতে ময়লা-আবর্জনা। দুপুর ২টার দিকে পৌর শহরের বিসমিল্লাহ হোটেল কারখানায় গিয়ে এমন চিত্র দেখতে পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম। এসময় তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় বিসমিল্লাহ হোটেল কারখানায় মালিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আফজাল হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেন।

নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর