২৩ জুন, ২০২১ ১৩:১৪

খাগড়াছড়িতে আরও ১৩ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে আরও ১৩ জনের করোনা শনাক্ত

খাগড়াছড়িতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে আরও ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা ১০০৮ । 

সিভিল সার্জন অফিসের করোনা তথ্য কেন্দ্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। ডেপুটি সিভিল সার্জন ডা. মিথুন চাকমা করোনা বাড়ছে নিশ্চিত করে জানান, আক্রান্তের সংখ্যা ২৩%, কখনো কখনো তা ২৩% এর উপরেও যাচ্ছে। সবাইকে আরো সচেতন হওয়ার জন্য তিনি পরামর্শ দেন। এ জেলায় স্বাস্থ্যবিধি তেমন একটা মানছে না কেউ। লকডাউন চললেও কার্যক্ষেত্রে বাস্তবায়ন দেখা যাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণ হার কমানো সম্ভব হবে না। ফলে এ জেলার অবস্থা অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। তবে জেলা প্রশাসন থেকে স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রতিনিয়ত। 

পার্শ্ববর্তী  চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আগামী ৭ দিনের জন্য ইতোমধ্যে লকডাউন ঘোষণা করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর