২০ জুলাই, ২০২১ ২১:১৯

মেট্রোরেলের আরও ১০ বগি ও ২ ইঞ্জিন এলো মোংলায়

বাগেরহাট প্রতিনিধি

মেট্রোরেলের আরও ১০ বগি ও ২ ইঞ্জিন এলো মোংলায়

মেট্রোরেলের আরও ১০ বগি ও ২ ইঞ্জিন এলো মোংলায়।

ঢাকা মেট্রোরেলের আরো ১০টি বগি ও ২টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দরে ভিড়ছে পানামা পতাকাবাহী এমভি হরিজন-৯ নামের একটি জাহাজ। মঙ্গলবার বিকেলে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করেছে জাহাজটি। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, ঢাকা মেট্রোরেলের ১০টি বগি ও ২টি ইঞ্জিনের ৪৩টি প্যাকেজ সরঞ্জাম নিয়ে গত ২ জুলাই জাপানের কোবে বন্দর থেকে পানামা পতাকাবাহী এমভি হরিজন- ৯ নামের জাহাজটি ছেড়ে আসে।

মঙ্গলবার বিকেলে জাহাজটি মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করেছে। তবে ঈদের পর কাস্টমসের সকল কার্যক্রম শেষে এসব পণ্য খালাস শুরু হবে। এরপর এগুলো নদী পথে ঢাকার উত্তরায় দিয়াবাড়ীর মেট্রোরেলের ডিপোতে নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে, গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ঢাকা মেট্রোরেলের প্রথম চালানের আরো ৬টি ও ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে দ্বিতীয় চালানের আরো ৬টি বগি মোংলা বন্দরে খালাস করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর