২৩ জুলাই, ২০২১ ২০:১২

লকডাউন অমান্য করায় কসবায় ২৫ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

লকডাউন অমান্য করায় কসবায় ২৫ জনকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকার ঘোষিত 'সবচেয়ে কঠোর' লকডাউনে ঘুরতে আসা ২৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে উপজেলার কাঠেরপুল এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহকারী কমিশনার (ভূমি) হাসিবা খান বলেন, সরকার ঘোষিত 'সবচেয়ে কঠোর' লকডাউনের বিধি-নিষেধ বাস্তবায়ন প্রশাসন কাজ করে যাচ্ছে। 

উপজেলার কাঠেরপুল এলাকায় অনেকে ঈদ পরবর্তী ঘুরাঘুরি করতে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে রিসোর্টে অভিযান পরিচালনা করে ২৫ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর