২৩ জুলাই, ২০২১ ২১:১৮

বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারীতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের কাটা খাল এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের কাটা খাল এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম শহীদ ফকির (৪৭)। তিনি পরমেশ্বরদী ইউনিয়নের ফকির পাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহত শহীদ ফকিরের খালাতো ভাই মান্নান ফকির বলেন, শুক্রবার সকালে পরমেশ্বরদী  ইউনিয়নের কাটা খাল এলাকায় সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষ মান্নান মাতুব্বর গ্রুপের রাম দায়ের কোপে মারাত্মক আহত হন শহীদ। তাকে দ্রুত ফরিদপুর ট্রমা সেন্টোরে এনে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক অনাদি রঞ্জন মন্ডল বলেন, ধারাল অস্ত্রের আঘাতে শহীদ ফকিরের পায়ের হাড় ভেঙে গিয়েছিল। এ ছাড়া তার পেটেও ধারাল অস্ত্রের আঘাত ছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছিল। কিন্তু ঢাকায় নেওয়ার প্রস্তুতির আগেই তিনি ফরিদপুর ট্রমা সেন্টারে মারা যান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 
 
 
 
  
 

 

 

 
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর