২৪ জুলাই, ২০২১ ২২:২৪

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে বানরের মৃত্যু

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে বানরের মৃত্যু

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে বানরের মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি বানরের মৃত্যু হয়েছে। শনিবার শহরের ভিক্টোরিয়া স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে বন বিভাগ মৃত বানরটি উদ্ধার করে মাটি চাপা দিয়ে দেয়। 

ওই এলাকার বাসিন্দা শিক্ষক রনজিত রায় সকালে হাটতে বের হয়ে স্কুলের সামনের রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির নিচে একটি বানর পড়ে থাকতে দেখেন। পরে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেন। রনজিত রায় বলেন, এই বানরটি শহরের বিভিন্ন জায়গায় ঘোড়ে বেরাচ্ছিল। অনেকেই খাবার দিয়েছে। অনেকে আবার বিরক্তও হতেন। 

সেবা ফাউন্ডেশন এর পরিচালক সজল দেব বলেন, আমরা গিয়ে দেখি বানরটি মৃত। শরীর গরম। কোন স্পন্দন নেই। রক্ত জমাট হয়ে শরীর শক্ত হয়ে আছে।  বিদ্যুৎস্পৃষ্টে মারা গেলে যেমনটা হয়।  

তিনি আরও বলেন, মৃত বানরটি একটি প্রাপ্তবয়স্ক পুরুষ বানর ছিলো। সে বন থেকে দলছুট হয়ে শহরে এসে একা ঘুরে বেড়াতো। আমরা মৃত বানটি উদ্ধার করে বন বিভাগের নিকট হস্তান্তর করেছি। 

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, মৃত বানরটি আমরা রেঞ্জ অফিসের পেছনে মাটিচাপা দিয়ে দিয়েছি। 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর