২৫ জুলাই, ২০২১ ১৩:৫২

রায়পুরে জোয়ারের পানিতে প্লাবিত আট গ্রাম

সবচেয়ে বেশি দুর্ভোগে বৃদ্ধ, শিশু এবং গৃহপালিত পশু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

রায়পুরে জোয়ারের পানিতে প্লাবিত আট গ্রাম

রায়পুরে জোয়ারের পানিতে প্লাবিত আট গ্রাম

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের পানিতে উপকূলীয় ৪টি ইউনিয়নের ৮টি গ্রাম প্লাবিত হয়েছে। জোয়ারের পানি আটকে থাকার কারণে বেড়িবাঁধ এলাকার বাহিরের মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
 
মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় ৪টি ইউনিয়নের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার পুকুর, মাছের ঘেরের অন্তত ২০লাখ টাকার মাছ ভেসে গেছে।
 
জানা যায়, প্লাবিত গ্রামগুলো হলো, চর আবাবিল, হাজীমারা, চর কাচিয়া, জালিয়ার চর, কুচিয়ামোড়া, চরলক্ষ্মী, চর ঘাশিয়া, টুনুর চরসহ ৮টি গ্রাম। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন গৃহপালিত পশু, বৃদ্ধ এবং শিশুরা।
 
অস্বাভাবিক জোয়ারে কারণে নিম্নাঞ্চল এলাকার সংযুক্ত খাল, বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাস্তাঘাট, কোথাও কোমর পানিতে ডুবে আছে। এসব এলাকার বেশীরভাগ অঞ্চল জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। 
 
এদিকে, ঐ অঞ্চলের অন্তত ২ হাজার পানের বরজ কোমর পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়ায় ঐ অঞ্চলের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেননি উপজেলা কৃষি অধিদপ্তর। 
 
চরবংশী এলাকার কৃষক মো. ইসমাইল বলেন, জোয়ারের পানিতে আমার বাড়ি তলিয়ে গেছে। ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পুকুরের মাছ জোয়ারের পানিতে ভেসে গেছে। চরম দুর্ভোগে রয়েছি আমরা। একই কথা বলেন ঐ এলাকার বৃদ্ধ আবুল হাসেম গাজীসহ অনেকেই। 
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী জানান, 'জোয়ারের পানি বৃদ্ধির কারণে বেশ কিছু কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি ও সড়কের গাছসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।' 
 
 
বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর