২৫ জুলাই, ২০২১ ১৪:২০

নোয়াখালীতে লকডাউনে ১৭২ মামলায় এক লাখ ২৯ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীতে লকডাউনে ১৭২ মামলায় এক লাখ ২৯ হাজার টাকা জরিমানা

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত দ্বিতীয় দফা কঠোর লকডাউনের ৩য় দিন চলছে নোয়াখালীতে। লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।

লকডাউনের বিধিনিষেধ মানাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ২৩টি মোবাইল টিম প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় লকডাউনের বিধিনিষেধ ও আইন অমান্যকারী ১৮৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৭২টি মামলায় এক লাখ ২৯ হাজার এশ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, সকাল জেলা শহর মাইজদীসহ বড় বড় বাজারগুলোর সকল শপিংমল ও মার্কেট বন্ধ রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে পুলিশি চেকপোস্ট। জেলা শহর থেকে সকল ধরনের গণপরিবহন ও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে।  

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর