২৬ জুলাই, ২০২১ ১৫:৫১

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে আটটি ফেরি

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে আটটি ফেরি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে আটটি ফেরি

কঠোর বিধি নিষেধের চতুর্থ দিনে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আসছেন ঢাকামুখী হাজারো মানুষ। গণপরিবহন বন্ধ থাকালেও যাত্রীরা ব্যক্তিগত প্রাইভেটকার, মোটরসাইকেল, ব্যাটারিচালিত ইজিবাইকসহ ছোট ছোট যানবাহনে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আসছেন। 

তবে ফেরিঘাট এলাকায় কঠোর নজরদারি থাকলেও নানা অজুহাতে ফেরি পার হচ্ছেন এসব যাত্রীরা। বিধি নিষেধে যাত্রী ও যানবাহনের চাপ কমে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সীমিত করা হয়েছে। 

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আজ সোমবার দুপুরে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট যানবাহনে ফেরিঘাটে আসছেন যাত্রীরা। কুষ্টিয়া থেকে ফেরিঘাটে আসা যাত্রী মো. হানিফ শেখ বলেন, 'কুষ্টিয়া থেকে মাহেন্দ্র গাড়ীতে ভেঙ্গে ভেঙ্গে দৌলতদিয়া ফেরিঘাটে এসেছি। আঞ্চলিক মহাসড়কের কোন জায়গায় আমার কোন সমস্যা হয়নি। তবে ভাড়া বেশি লেগেছে। জরুরী কাজ ছাড়া কেউ ঢাকায় যাচ্ছেন না। যারা ঢাকায় যাচ্ছেন তারা গুরুত্বপূর্ণ কাজেই যাচ্ছেন।'

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, মহাসড়কে বিধি-নিষেধে যেসব যানবাহন চলাচল করছে তাদেরকে আটক করছি। তবে যারা এসব যানবাহনে চলাচল করেন তারা সচেতন না। তারা সচেতন হলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হত।

অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহক করপোরেশন (বিআইডাব্লিউটিসির) দৌলতদিয়া ফেরিঘাটের ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরী যানবাহন পারাপারের জন্য ছোট-বড় আটটি ফেরি চলাচল করছে। তবে ফেরিতে বেশ কিছু যাত্রী জরুরী কাজে আসা-যাওয়া করছেন। 

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর