২৭ জুলাই, ২০২১ ০২:০৭

কিশোরগঞ্জে আরও ১৭০ জনের করোনা শনাক্ত, ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে আরও ১৭০ জনের করোনা শনাক্ত, ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জে করোনায় নতুন করে (সোমবার রাত ১০টা পর্যন্ত) ১৭০ জনের করোনা শনাক্ত এবং ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৪৬০ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৪০ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান সোমবার রাত সোয়া ১১টার দিকে এ তথ্য জানিয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৩৪ জন, হোসেনপুরে ২ জন, করিমগঞ্জে ১ জন, তাড়াইলে ১৭ জন, পাকুন্দিয়ায় ১৪ জন, কটিয়াদীতে ৩৬ জন, কুলিয়ারচরে ২১ জন, ভৈরবে ১৭ জন, নিকলীতে ৩ জন, বাজিতপুরে ১৮ জন, ইটনায় ৩ জন, মিঠামইনে ২ জন ও অষ্টগ্রামে ২ জন।

তিনি আরও জানান, ২৪, ২৫ ও ২৬ জুলাই (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে (প্রি আইসোলেশনে ভর্তিকৃত জরুরী রোগীসহ) ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে।

২৫ জুলাই বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪৭ জন, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন, তাড়াইলে ৫৯ জন, পাকুন্দিয়ায় ৪৮ জন, কটিয়াদীতে ৪ জন, কুলিয়ারচরে ২৬ জন, ভৈরবে ৪ জন, নিকলীতে ৩ জন, বাজিতপুরে ৫৭ জন, ইটনায় ৫৭ জন, মিঠামইনে ৩ ও অষ্টগ্রামে ৯ জনসহ মোট ৩৩৭ জনের রেপিড এন্টিজেন টেস্টে ৮৪ জনের করোনার উপসর্গ পাওয়া যায়।

এদিকে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩১ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন। এ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন। কিশোরগঞ্জ সদর উপজেলার ৮৫ বছর বয়সী একজন পুরুষ, হোসেনপুর উপজেলার ৫৫ বছর বয়সী একজন নারী ও কটিয়াদী উপজেলার ৭০ বছর বয়সী একজন পুরুষ রবিবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন মোট ১৪০ জন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর