২৭ জুলাই, ২০২১ ১০:৫৮

আশুলিয়ায় ১৪ দিনেও মেলেনি নিখোঁজ শিক্ষকের খোঁজ

নাজমুল হুদা, সাভার

আশুলিয়ায় ১৪ দিনেও মেলেনি নিখোঁজ শিক্ষকের খোঁজ

মিন্টু চন্দ্র বর্মণ

সাভারের আশুলিয়ায় মিন্টু চন্দ্র বর্মণ (৩৬) নামের এক শিক্ষককে ১৪দিন ধরে পাওয়া যাচ্ছে না। তিনি সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়।

গত ১৩ জুলাই আশুলিয়ার জামগড়া এলাকার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মণ। পরে ২২ জুলাই তার ভাই দীপক চন্দ্র বর্মণ বাদী হয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মঙ্গলবার সকালে মিন্টুর পরিবার ও পুলিশ জানায়, গত ১৩ জুলাই জামগড়া এলাকা থেকে নিখোঁজ হন মিন্টু চন্দ্র বর্মণ। এর পর থেকেই তার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে খুঁজে পাচ্ছে না। পরে গত বৃহস্পতিবার তার ভাই আশুলিয়ায় এসে থানায় জিডি করেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, নিখোঁজ শিক্ষককে খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই শিক্ষক ও দুই বন্ধু মিলে দুই বছর আগে জামগড়া এলাকায় ভাড়া জমিতে স্কুলটি শুরু করেন। গত দুই বছরে প্রায় চার লাখ টাকা ভাড়াও বকেয়া রয়েছে। এসব বিষয়েও তদন্ত চলছে। শিগগিরই তাকে খুঁজে বের করা হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর