২৭ জুলাই, ২০২১ ১৯:১০

লকডাউন অমান্য করায় বিরামপুরে ৮ জনকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি:

লকডাউন অমান্য করায় বিরামপুরে ৮ জনকে জরিমানা

লকডাউনে দিনাজপুর শহরের দোকানপাট বন্ধ থাকলেও শহরের অলিগলিতে দোকান খোলা। আবার অনেকে সার্টার নামিয়ে রেখে ক্রেতা এলে পন্য দিয়ে আবার নামিয়ে দেয় সার্টার। এইভাবে শহরের মালদহপট্রিসহ বিভিন্ন এলাকার দোকান এ অবস্থায় খোলা রাখে। তবে প্রশাসনসহ অন্যান্য বাহিনী টহল গেলেই দোকান বন্ধ হয়ে যায়। দিনাজপুরে গণপরিবহন না চললেও অটোরিক্সা, ভ্যান বিভিন্ন সড়কে স্বাভাবিকভাবে চলাচল করছে। জনসাধারনের চলাচলও বেড়েছে। 

অন্যদিকে, দিনাজপুরের বিভিন্ন হাট বাজারে মানা হচ্ছে না কোন স্বাস্থ্যবিধি, মুখে থাকছে না মাক্স। এরপরেও বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে জরিমানাসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহন অব্যাহত রেখেছে প্রশাসন। 

মঙ্গলবাব দুপুরে লকডাইন বাস্তবায়নে বিরামপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে। এসময় মাস্ক না পরা, অযথা বাইরে ঘোরাঘুরি এবং স্বাস্থ্যবিধি না মানার অপরাধে আটজনকে ৩ হাজার আটশত টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও পরিমল কুমার সরকার।  

এসময় বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্তসহ থানাপুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর