২৭ জুলাই, ২০২১ ২১:০১

স্ত্রীর মামলায় এক যুগ পর স্বামী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি

স্ত্রীর মামলায় এক যুগ পর স্বামী গ্রেফতার

মামলার পর দীর্ঘ ১২ বছর পলাতক ছিল আ. মান্নান

শেরপুরের নকলা উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় স্বামীকে গ্রেফতার করেছে নকলা থানার পুলিশ। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান জানান, স্ত্রী মোমেনা খাতুন পারিবারিক আদালতে মামলা করার পর স্বামী আ. মান্নানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। মামলার পর থেকে দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিল আসামি আ. মান্নান। 

গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে ধনাকুর্শা গ্রামের আমির উদ্দিনের ছেলে আসামি আ. মান্নান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাজিব সঙ্গীয় ফোর্স নিয়ে ধনাকূশা গ্রামের বাড়ি থেকে তার চাচার ঘর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর ২৬ জুলাই সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আসামি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। এরপরই ১ যুগ আগে ১ম স্ত্রী মোমেনা খাতুন শেরপুর পারিবারিক আদালতে মামলা দায়ের করেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর