৩১ জুলাই, ২০২১ ১২:৫৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষা

কালিয়াকৈর প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষা

চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকাল থেকে যাত্রীদের ভিড়

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার (৩১ জুলাই) সকাল থেকে যাত্রীদের ভিড় দেখা গেছে।  

সরেজমিনে দেখা গেছে, রবিবার (১ আগস্ট) শিল্পকারখানা খোলা থাকায় লকডাউনের নবম দিন শনিবার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানী ঢাকার দিকে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কর্মস্থলে পৌঁছাতে গাদাগাদি করে ঢাকামুখী যাত্রীরা অটোরিকসা, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন গাড়িতে করেই আসতে শুরু করেছেন। 

তবে যাত্রীরা গাদাগাদি করে আসায় তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনও লক্ষণ নেই বললেই চলে। এতে করোনা সংক্রমনের বৃদ্ধি পাবে বলে ধারণা করেছে সচেতন মহল।
 
বগুড়া থেকে ঢাকামুখী যাত্রী সোহেল রানা জানান, বগুড়া থেকে ৭০০ টাকা ভাড়া দিয়ে কাভার্ড ভ্যানে চন্দ্রায় এসেছি। আগামীকাল রবিবার কারখানা খোলা। তাই চাকরি বাচাঁতে এসেছি।

সালনা হাইওয়ে থানার ওসি মীর গোলাম ফারুক জানান, রবিবার কারখানা খোলা। সেই কারণে যে যেভাবে পারছে ঢাকার দিকে আসছে। আমাদের দুইটি চেকপোস্ট দিয়ে কোনও গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি আরও জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর