শিরোনাম
৩১ জুলাই, ২০২১ ১৭:২৮

পঞ্চগড় সদর হাসপাতালে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড় সদর হাসপাতালে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

পঞ্চগড় জেলায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ১৫০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছে পঞ্চগড় জেলা করোনা প্রতিরোধ কমিটি। 

জেলা করোনা প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে সংগ্রহিত অর্থে এসব সিলিন্ডার ক্রয় করেন। আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সিভিল সার্জনকে এসব সিলিন্ডার হস্তান্তর করা হয়। 

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আজাদ জাহান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনসুর আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি সফিকুল আলম সফিক, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য দেন। 

সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, এসব সিলিন্ডার রিফিল করতে পুলিশ বিভাগ সহযোগিতা করবে। নির্ধারিত খরচে একশ থেকে দেড়শ টাকায় বা তারও কম টাকায় রিফিল করা যাবে। এ বিষয়ে পুলিশ বিভাগ সহযোগিতা করবে। 

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে আইসিইউ নেই। তবে অক্সিজেনের সংকট নেই। এসব সিলিন্ডার যেখানে দরকার হবে সেখানেই পাঠানো হবে। এর আগে ছয়টি পেয়েছি। পঞ্চগড়ের আমেরিকান প্রবাসীরা পাঁচটি অক্সিজেন কনসেন্টর প্রদান করেছে। এসব ব্যবহার করা হচ্ছে। অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন সিলিন্ডার নিয়ে এগিয়ে এসেছে।  

 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর