৩১ জুলাই, ২০২১ ১৭:৪৪

করোনা: রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৩৩

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনা: রংপুর বিভাগে আরও ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৩৩

প্রতীকী ছবি

রংপুর বিভাগ করোনায় একদিনে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৯১৮ জনে দাঁড়ালো। তবে গত কয়েকদিনের তুলনায় বিভাগটিতে করোনায় শনাক্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে ২৩৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে রংপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, দিনাজপুরের ২ জন, নীলফামারীতে ২ জন, পঞ্চগড়ে ২ জন, কুড়িগ্রামে ও গাইবান্ধার একজন করে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৮ জনে। 

এর মধ্যে রংপুরে ২০০ জন, দিনাজপুরে ২৬৮ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৬ জন, নীলফামারীতে ৬৬ জন, পঞ্চগড়ে ৫৭ জন, লালমনিরহাটে ৫৫ জন, কুড়িগ্রামে ৫৩ জন ও গাইবান্ধায় ৪৩ জন রয়েছেন। 

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৫ জন। এদিকে, এসময়ে ৮৮৪ জনের করোনার নমুনা পরীক্ষা করে রংপুরে ৭৮ জন, কুড়িগ্রামে ৪৭ জন, দিনাজপুরে ৩৫ জন, লালমনিরহাটে ২৩ জন, গাইবান্ধায় ২০ জন, ঠাকুরগাঁওয়ের ১৬ জন ও নীলফামারীতে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১৬ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ হাজার ১৭৩ জনের দেগে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৬১৯ জন, রংপুরে ৯ হাজার ৮০৫ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৩২ জন, গাইবান্ধায় ৩ হাজার ৮০০ জন, নীলফামারীর ৩ হাজার ৫৩৭ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৪৭২ জন, লালমনিরহাটের ২ হাজার ২১৫ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৬৯৩ জন রয়েছেন।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর