২ আগস্ট, ২০২১ ১২:৫৭

পাটুরিয়া ঘাটে কর্মমুখী মানুষের চাপ কমেছে, ভোগান্তি রাস্তায়

মানিকগঞ্জ প্রতিনিধি

পাটুরিয়া ঘাটে কর্মমুখী মানুষের চাপ কমেছে, ভোগান্তি রাস্তায়

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে যাত্রীদের চাপ কমেছে। তবে রাস্তার ভোগান্তি শেষ হয়নি। আজও রাস্তায় কর্মস্থলমুখী লোকজনের চাপ দেখা যায়। সড়ক মহাসড়কে যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হচ্ছে এসব যাত্রীদের। তারা অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেল, সিএনজি, ভ্যানে করে গন্তব্যে যাচ্ছেন। গাদাগাদি করে চলাফেরায় করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ার আশংকা করছেন অনেকে। শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।     

বিআইিব্লিউটিসির আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের কোন চাপ নেই। তবে দৌলতদিয়া প্রান্ত থেকে জরুরি কাজে নিয়জিত যানবাহনের সাথে ঢাকাগামী লোকজন আসছে। এই নৌরুটে ফেরির কোন সংকট নেই। প্রয়োজনীয় ফেরি দিয়ে পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী কাজে নিয়োজিত যানবাহন পার করা হচ্ছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর