৬ আগস্ট, ২০২১ ০৪:২৬

শেখ কামালের জন্মবার্ষিকীতে বোয়ালমারীতে নানা আয়োজন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

শেখ কামালের জন্মবার্ষিকীতে বোয়ালমারীতে নানা আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আসরের নামাজ বাদ উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের আয়োজনে শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় সরকারী কলেজ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল, সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ প্রিন্স, পৌর ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান ফাহিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল, সিফাত প্রমুখ। 

এর আগে বেলা ১২টায় শহীদ শেখ কামালের স্মৃতির স্মরণে উপজেলা প্রশাসনের নির্মিত অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন, পৌরসভা ও মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ওসি মোহাম্মদ নুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জহুর শেখ প্রমুখ। 

এছাড়া পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন মিয়ার নেতৃত্বে পৌর প্রশাসন শহীদ শেখ কামালের বেদিতে শ্রদ্ধাজ্ঞলি অর্পণ করেন। অপরদিকে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদে আসরবাদ শেখ কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর