৪ সেপ্টেম্বর, ২০২১ ২০:৩৪

শরীয়তপুরে পদ্মায় পানি বৃদ্ধির সাথে বাড়ছে ভাঙন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে পদ্মায় পানি বৃদ্ধির সাথে বাড়ছে ভাঙন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে পদ্মার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে শরীয়তপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি নদী ভাঙনের তীব্রতা বেড়েছে। শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পালেরচরসহ ৫ টি ইউনিয়নে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এর ফলে ভিটেবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ভাঙন কবলিত এলাকার মানুষ। গত কয়েক সপ্তাহে পালেরচর ইউনিয়নের শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। বাড়িঘর নদী তীরবর্তী থেকে সরিয়ে নিচ্ছে। বিলীন হচ্ছে শত শত কৃষি জমি। দ্রুত স্থায়ীবাঁধেও দাবি স্থানীয়দের।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব বলেন, পদ্মা সেতু থেকে শুরু করে পদ্মার ডান তীর জাজিরার ১৬ কিলোমিটার স্থায়ী বাঁধের আওতায় আনার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।  এছাড়া জাজিরা উপজেলাসহ জেলার যেখানে ভাঙন দেখা গেছে, সেইসব যায়গাগুলোতে ভাঙন রোধে বালু ভর্তি জিওব্যাগ ফেলা হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর