৭ সেপ্টেম্বর, ২০২১ ১৬:৪০

আশুগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আশুগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালায় ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় তিনটি বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার আশুগঞ্জ বাজার ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস। এসময় ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মো. আক্কাস আলীসহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস বলেন, র‌্যাবের দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় আশুগঞ্জের তিনটি বেকারিতে খাবারে কাপড়ের কেমিকেল রং এর ব্যবহার, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে মেয়াদ না থাকায় ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে আনন্দ বেকারিকে ২৫ হাজার, রাসেল বেকারিকে ২০ হাজার ও নন্দন বেকারিকে ৩০ হাজারসহ মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর