১৬ সেপ্টেম্বর, ২০২১ ১৭:৩৫

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত

বগুড়ার শাজাহানপুরে ধানের তুষ বোঝাই ট্রাক উল্টে পড়ে শাহাদত হোসেন (৩৫) নামে একজন শ্রমিক নিহত হয়েছে।
নিহত শাহাদত হোসেন বগুড়ার ধুনট উপজেলার মাঠপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তিনি শেরপুর শ্রমিক সমিতির সদস্য।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার ষ্ট্যান্ডে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম নামে এক পিকআপ চালক জানান, অতিরিক্ত উঁচু করে ধানের তুষ বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় একটি ঢাকাগামী যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় ট্রাকটিকে চাপ দেয়। ট্রাকের চালক সজোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোটেম্পুর উপর পড়ে যায়। এসময় ট্রাকের উপরে থাকা ৫-৭ জন লোক লাফ দিলে একজন তুষের বস্তার নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে অটোটেম্পুর যাত্রী ও চালক সরে পড়লে তারা অল্পের থেকে প্রাণে বেঁচে যান।

ট্রাকে থাকা আব্দুল জলিল নামে একজন শ্রমিক জানান, বগুড়ার শেরপুর থেকে ধানের তুষ বোঝাই করে বগুড়া পেপার মিলে যাচ্ছিলেন। ট্রাক আনলোড করার জন্য শেরপুরের ৭ জন শ্রমিক ট্রাকের বস্তার উপর বসা ছিলেন। ট্রাকটি উল্টে যেতে ধরলে সবাই যে যার মত লাফিয়ে পড়েন। অন্যান্যদের কোন ক্ষতি না হলেও শাহাদত হোসেন বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর