১৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:২২

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে টেকনাফে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে টেকনাফে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক

কক্সবাজারের টেকনাফে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। 

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, সেন্টমার্টিনে ১০শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন চিকিৎসক শূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, দ্রুত সেন্টমার্টিনে টেলিমেডিসিন সেবা চালু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক (সিডিসি) অধ্যাপক মো. নাজমুল ইসলাম, পরিচালক (এমআইএস) মিজানুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা রহমান, জনসংযোগ কর্মকর্তা মো. আককাস আলী শেখ, কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. প্রণয় রুদ্র, ডা. এনামুল হক প্রমুখ।

এছাড়াও এদিন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হাজামপাড়া রেড ক্রিসেন্ট মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর