১৯ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৩১

এবার যশোরে ইভ্যালির চেয়ারম্যান-সিইওর বিরুদ্ধে থানায় অভিযোগ

অনলাইন ডেস্ক

এবার যশোরে ইভ্যালির চেয়ারম্যান-সিইওর বিরুদ্ধে থানায় অভিযোগ

গত ১৬ সেপ্টেম্বর ইভ্যালির (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‍্যাব

যশোরে যথাসময়ে পণ্য না পেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন এক ব্যক্তি।

কোতোয়ালি মডেল থানায় গতকাল শনিবার জাহাঙ্গীর আলম চঞ্চল এ অভিযোগ দায়ের করেন। চঞ্চল শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা।

অভিযোগে বলা হয়েছে, ‘গত ২৯ মে তিনি ইভ্যালিতে ১ লাখ ৩০ হাজার ১৪০ টাকায় ভারতীয় বাজাজ কোম্পানির একটি পালসার মোটরসাইকেল অর্ডার দেন। এরপর কয়েকটি কিস্তিতে পুরো টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধের ৪৫ কার্যদিবসের মধ্যে পণ্যটি ডেলিভারি দেওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে ৩ মাস পার হলেও তিনি পণ্যটি পাননি।’

‘এরপর ইভ্যালির হটলাইন নম্বরে যোগাযোগ করা হলেও এর কোনো সমাধান পাওয়া যায়নি। এভাবে দিনের পর দিন প্রতিষ্ঠানটি অভিযোগকারীর সঙ্গে প্রতারণার করে আসছে। তাই তিনি বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ইভ্যালির সিইও মো. রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে, ব্যবস্থা নেওয়া হবে।’

গত ১৬ সেপ্টেম্বর ইভ্যালির (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতার করে র‍্যাব। এরপর আদালত তাদের ৩ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর