২২ সেপ্টেম্বর, ২০২১ ২০:১৬

বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বিএমপির মাসিক কল্যাণ
সভা অনুষ্ঠিত

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, ভালো কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়ে থাকে। তেমনি অকল্যাণকর দুষ্ট মানসিকতা দিয়ে অগ্রহণযোগ্য কাজে লিপ্ত সদস্যদের লাগাম টানতে ডিসিপ্লিনের ক্ষেত্রে কোন অনুকম্পা প্রদর্শন নয়। বরং তাদের মুখোশ উন্মোচন করে শাস্তির ব্যবস্থা করতে হবে। 

বুধবার পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিএমপির মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

সভায় পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মেধাবৃত্তি প্রদান এবং ভালো কাজ ও বিভিন্ন আভিযানিক সফলতার জন্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে পুরস্কৃত করেন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। 

বিএমপির সহকারি কমিশনার (কোতয়ালী) শারমিন সুলতানা রাখির সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম ও মো. এনামুল হক, উপকমিশনার মো. নজরুল হোসেন, মো. জুলফিকার আলী হায়দার, মো. আশরাফ আলী ভূঞা, মো. জাকির হোসেন মজুমদার, এসএম তানভীর আরাফাত, মো. মনজুর রহমান, খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত উপপুলিশ মো. রেজাউল করিম ও শেখ মোহাম্মদ সেলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর