২৩ সেপ্টেম্বর, ২০২১ ১৮:২০

বাল্যবিয়ের প্রস্তুতিকালে কনের বাবাকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

বাল্যবিয়ের প্রস্তুতিকালে কনের বাবাকে জরিমানা

বাল্যবিয়ের প্রস্তুতিকালে কনের বাবাকে জরিমানা।

ঝিনাইদহের মহেশপুরে বাল্যবিয়ে আয়োজন করায় কিশোরী কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার পুরন্দপুর গ্রামের ১৫ বছর বয়সী নবম শ্রেণির এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। ওই সময় বৃহস্পতিবার দুপুরের দিকে বরসহ বরযাত্রীরা কনের বাড়িতে হাজির হন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মামুনুল করিম অভিযান চালিয়ে বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের বাবা সাইফুল ইসলামসহ ৩ জনকে ধরে নিয়ে যায়।

তবে বর ও কাজীসহ অন্যান্য বরযাত্রীরা পালিয়ে যায়। বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা কর হয়, পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিবাহ করবেন না মর্মে মুচলেকা দেয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর